চীনের হুবেই প্রদেশের উহান শহর থেকে গত বছরের ডিসেম্বরে ছড়িয়ে পড়ে কভিড-১৯ করোনাভাইরাস। চীনে এখন এ ভাইরাসের প্রকোপ কমে এলেও বিশ্বের বিভিন্ন দেশে লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃত্যু ও আক্রান্তের সংখ্যা। গতকাল হুবেই প্রদেশে কোনো রোগী পাওয়া যায়নি।
চীনে নতুন যে ৪৬ জন রোগী পাওয়া গেছে তার মধ্যে ৪৫ জনই চীনের বাইরে থেকে এসেছিলেন। তবে এর মধ্যে হুবেই প্রদেশের কোনো রোগী নেই। টানা চার দিন সেখানে কোনো রোগী পাওয়া যায়নি। চীনের জাতীয় স্বাস্থ্য কমিশন এ তথ্য জানিয়েছে। চীনের বাইরে থেকে এসেছেন এমন ৩১৪ জনের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে।
চীনে এ পর্যন্ত ৩ হাজার ২৬১ জন করোনাআক্রান্ত ব্যক্তি মারা গেছেন যার মধ্যে ৩, ১৪৪ জনই হুবেই প্রদেশের। দেশটিতে মোট ৮১ হাজার ৫৪ জন আক্রান্ত হয়েছেন তবে এর মধ্যে ৭২ হাজার ২৪৪ জনই সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন।
বিডি প্রতিদিন/ফারজানা