সিলেটে হোম কোয়ারেন্টাইনে থাকা প্রবাসীদের বাড়িতে পর্যবেক্ষণে গিয়ে ৩৫ জনকেই বাড়িতে পায়নি জেলা প্রশাসনের পর্যবেক্ষক টিম। শনিবার দিনভর সিলেট নগরী ও সংলগ্ন এলাকায় পর্যবেক্ষণে যায় জেলা প্রশাসনের সাতটি টিম।
এসময় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটদের নেতৃত্বে পর্যবেক্ষক টিম সম্প্রতি বিদেশফেরত এমন ৪৮ জনের বাড়িতে যান। এসব বাড়িতে ৮৭ জন প্রবাসী হোম কোয়ারেন্টাইনে থাকার কথা থাকলেও ৫২ জনকে বাড়িতে পায় পর্যবেক্ষক টিম।
শনিবার রাতে এ তথ্য জানান সিলেট জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার মেজবাহ উদ্দিন।
তিনি বলেন, তিনদিন ধরে জেলা প্রশাসনের পর্যবেক্ষক টিম প্রবাসীদের বাসাবাড়িতে গিয়ে তাদের হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করতে কাজ করছে। প্রথম দুদিনও অনেককে বাসাবাড়িতে পাওয়া যায়নি। পাশাপাশি জেলা প্রশাসনের পক্ষ থেকে তৈরি করা সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়েছে।
প্রবাসীদের হোম কোয়ারেন্টাইন পর্যবেক্ষণের পাশাপাশি বাজার মনিটরিং করছে জেলা প্রশাসনের পৃথক টিম। শনিবার পরিচালিত সানজিদা চৌধুরীর নেতৃত্বে নগরীর কাজীটুলা এলাকায় এবং বিশ্বজিত দেব’র নেতৃত্বে মোগলাবাজারে পৃথক অভিযানে ১৪ হাজার ৭শ টাকা জরিমানা করা হয়েছে।
বিডি প্রতিদিন/আরাফাত