চট্টগ্রাম নগরের পাঁচলাইশ এলাকার নয়াহাটের পার্শ্ববর্তী মুন্সীর বাড়ির স্থানীয় বাসিন্দা সাইদ জানে আলম (বাবন) গত ২৪ মার্চ বেনাপোল হয়ে ভারত থেকে দেশে প্রবেশ করেন। কিন্তু তিনি হোম কোয়ারেন্টাইন না মেনে পুরো এলাকা ঘুরে বেড়াচ্ছেন, বাড়িভাড়া তুলতে ভাড়াটিয়াদের বাসায়ও গিয়েছেন। এ ব্যাপারে স্থানীয়রা হোম কোয়ারেন্টাইনে থাকতে বলার পরও তিনি কারো অনুরোধে কর্ণপাত না করার অভিযোগ আসে। এ নিয়ে বুধবার দুপুরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট গালিব চৌধুরীর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযানে তাকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট গালিব চৌধুরী বলেন, ‘ভারত থেকে এসে একজন হোম কোয়ারেন্টাইন না মেনে এলাকায় ঘুরে বেড়াচ্ছেন, এমনকি বাড়িভাড়াও তুলছেন। স্থানীয়রা বারণ করলেও তা মানেনি। এভাবে অবাধে ঘোরাঘুরির করায় এলাকার লোকজনও আতঙ্কিত হয়ে পড়েন। ভ্রাম্যমাণ আদালতের কাছে সাইদ জানে আলম (বাবন) এ দোষ স্বীকার করেন। পরে তাকে দন্ডবিধি ১৮৬০ এর ২৬৯ ধারা মোতাবেক পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে তাকে আগামী ১৪ দিন পর্যন্ত কঠোরভাবে হোম কোয়ারেন্টাইন মেনে চলতে সতর্ক করা হয়।’
বিডি প্রতিদিন/এ মজুমদার/রেজা মুজাম্মেল