কভিড-১৯ করোনাভাইরাসে এ পর্যন্ত সাড়ে ৪ লাখের বেশি মানুষ আক্রান্ত হয়েছে। ১৯৮টি দেশ ও অঞ্চলে ছড়িয়েছে এ ভাইরাস। আক্রান্ত হয়ে মারা গেছে প্রায় ২১ হাজার মানুষ। বিশ্বের এক তৃতীয়াংশ মানুষের গতিবিধি নজরদারিতে রাখা হয়েছে করোনা প্রতিরোধে।
বিশ্বের অধিকাংশ দেশেই এখন লকডাউন কিংবা জরুরি অবস্থা চলছে। করোনাভাইরাসের সর্বশেষ তথ্য জেনে নিন এক ক্লিকে। এই লিংকে গিয়ে বিশ্বের যে দেশ বা অঞ্চলের করোনা পরিস্থিতি সম্পর্কে জানতে চান সেখানে ক্লিক করলে সঙ্গে সঙ্গেই সর্বশেষ তথ্য প্রদর্শন করবে করোনাভিজুয়ালাইজার নামের ওয়েবসাইটটি।
বিডি প্রতিদিন/ফারজানা