ফেনীতে করোনায় আক্রান্ত হয়ে কেউ মারা গেলে তাদের দাফনের জন্য প্রস্তুত রাখা হয়েছে ফেনী পৌরসভার নিজস্ব কবরস্থান সুলতানপুর পৌর কবরস্থান।
বুধবার সুলতানপুর পৌর কবরস্থান পরিদর্শন করে নানা দিক নির্দেশনা প্রদান করেন ফেনীর জেলা প্রশাসক মো. ওয়াহিদুজ্জামান। এই সময় সিভিল সার্জন ডাঃ সাজ্জাদ হোসেন, ফেনীর গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী রাশেদ আহসান, ফেনী পৌরসভার মেয়র আলা উদ্দিন, পৌরসভার নির্বাহী প্রকৌশলী আজিজুল হক উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/ফারজানা