করোনা সংক্রামন এড়াতে বরিশালে সীমিত পরিসরে পালিত হলো মহান স্বাধীনতা দিবস। আজ বৃহস্পতিবার সকাল ১০ টায় নগরীর সার্কিট হাউজ চত্ত্বরে বিভাগীয় কমিশনার সুনির্দিষ্ট অতিথিদের নিয়ে নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন।
রেঞ্জ ডিআইজি মো. শফিকুল ইসলাম, মেট্রো পুলিশ কমিশনার মো. শাহাবুদ্দিন খান, জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান ও পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। পরে সাংবাদিকদের সাথে আলাপকালে বিভাগীয় কমিশনার মুহাম্মদ ইয়ামিন চৌধুরী বলেন, করোনা সংক্রামন প্রতিরোধে রাষ্ট্রীয় সিদ্ধান্ত অনুযায়ী সীমিত আয়োজনে মহান স্বাধীনতা দিবস পালিত হয়েছে।
এসময় জনগনকে যার যার নিজের ঘরে উপস্থিত থেকে করোনা সংক্রমন বিস্তার রোধে সহায়তা করার এবং সরকার ও স্বাস্থ্য বিভাগের সকল নির্দেশনা মেনে চলার জন্য সকলের প্রতি অনুরোধ করেন বিভাগীয় কমিশনার
মুহাম্মদ ইয়ামিন চৌধুরী।
বিডি প্রতিদিন/সিফাত আব্দুল্লাহ