২৬ মার্চ, ২০২০ ১৩:৪৬

করোনা আতঙ্কে এ্যাকুরিয়াম পরিস্কার করার ওষুধ খেয়ে মৃত্যু!

অনলাইন ডেস্ক

করোনা আতঙ্কে এ্যাকুরিয়াম পরিস্কার করার ওষুধ খেয়ে মৃত্যু!

কভিড-১৯ করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে যুক্তরাষ্ট্রের অ্যারিজোনায় এ্যাকুরিয়াম পরিস্কার করার ওষুধ খেয়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তার স্ত্রীর অবস্থাও আশঙ্কাজনক। হাসপাতালে চিকিৎসাধীন ওই নারী জানান, তিনি টেলিভিশনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে করোনার চিকিৎসায় ক্লোরোকুইনের সম্ভাব্য কার্যকারিতা নিয়ে আলোচনা করতে শুনেছিলেন। আর এরপরই তারা ক্লোরোকুইন ফসফেট খাওয়ার সিদ্ধান্ত নেন। 

তবে অ্যারিজোনার ফিনিক্স শহরের ওই দম্পতি যা খেয়েছিলেন সেটা মূলত এ্যাকুরিয়ামের পারি পরিষ্কার করার জন্য ব্যবহৃত রাসায়নিক। তা ম্যালেরিয়ার জন্য ব্যবহৃত ক্লোরোকুইনের থেকে আলাদা। ওই দম্পতি তাদের পানীয়ের সঙ্গে অল্প পরিমাণ ওই ক্লোরোকুইন মিশিয়ে তা সেবন করেন এবং ২০ মিনিটের মধ্যে দুজনেই অসুস্থ হয়ে পড়েন। দুজনেরই বয়স ৬০ এর বেশি। ওই নারী বলেন, আমি বমি করতে শুরু করি, আর আমার স্বামীর শ্বাসতন্ত্রের সমস্যা শুরু হয়ে যায়।

অ্যারিজোনার স্বাস্থ্য কর্তৃপক্ষ এক বিবৃতিতে হুঁশিয়ার করে দিয়েছে, ম্যালেরিয়ার ওষুধ ক্লোরোকুইন যেন কভিড-১৯ ঠেকানোর বা চিকিৎসার জন্য কেউ ব্যবহার না করে। নিজে নিজের চিকিৎসার দায়িত্ব নেবেন না।

বিডি প্রতিদিন/ফারজানা
 

সর্বশেষ খবর