২৯ মার্চ, ২০২০ ০৮:০৮

করোনার নিয়ে তথ্য গোপন করেছে সৌদি আরব, অভিযোগ তুরস্কের

অনলাইন ডেস্ক

করোনার নিয়ে তথ্য গোপন করেছে সৌদি আরব, অভিযোগ তুরস্কের

সুলাইমান সইলু

পবিত্র ওমরাহ পালনকারীদের মধ্যে করোনাভাইরাস দেখা দেওয়ার তথ্য গোপন করেছে সৌদি আরব।

এমন অভিযোগ এনে তুরস্ক বলেছে, ওমরাহ পালন শেষে সৌদি আরব থেকে ফিরে আসা তুর্কি নাগরিকদের মধ্যেই প্রথম করোনা ধরা পড়েছে।

তুর্কি স্বরাষ্ট্রমন্ত্রী সুলাইমান সইলু বলেন, মক্কা শরিফ থেকে পবিত্র ওমরাহ পালন করে ফিরে আসা তুরস্কের নাগরিকদের মধ্যে প্রথম করোনা আক্রান্ত রোগী পাওয়া গেছে।

তিনি আরও বলেন, ওমরাহের সময়ে করোনাভাইরাসের প্রকোপ দেখা দেওয়ার বিষয় তুরস্ক বা বিশ্বকে কিছুই জানায়নি সৌদি আরব। ওমরাহ পালন শেষে ফিরে আসা তুর্কি নাগরিকদের মধ্যে করোনা দেখা দেওয়ার সাথে সাথেই দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় ব্যবস্থা গ্রহণ করে এবং তাদেরকে একঘরে করে রাখার কেন্দ্রগুলোতে পাঠিয়ে দেয়।

করোনার বিস্তার ঠেকাতে সৌদি আরব থেকে ওমরাহ শেষে ফিরে আসা প্রায় ১০ হাজার ব্যক্তির আইসোলেশনে রেখেছে তুরস্ক।

তুরস্কের স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব মোতাবেক দেশটিতে এ পর্যন্ত ৭ হাজা ২৮৬ জন করোনা রোগী শনাক্ত করা হয়েছে। সূত্র: মিডল ইস্ট মিরর

বিডি প্রতিদিন/কালাম

সর্বশেষ খবর