৩১ মার্চ, ২০২০ ২২:০২

জ্বরে আক্রান্ত হয়ে দিনমজুরের মৃত্যু, করোনা সন্দেহে এলাকা ফাঁকা

অনলাইন ডেস্ক

জ্বরে আক্রান্ত হয়ে দিনমজুরের মৃত্যু, করোনা সন্দেহে এলাকা ফাঁকা

প্রতীকী ছবি

ঝালকাঠির রাজাপুরে জ্বরে আক্রান্ত হয়ে আব্দুল হাকিম নামে এক দিনমজুর শ্রমিকের মৃত্যু হয়েছে। এদিকে ওই ব্যক্তির মৃত্যুকে ঘিরে এলাকার মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। মঙ্গলবার সকালে উপজেলার সাউথপুর গ্রামের নাপিতবাড়ি এলাকায় এ মৃত্যুর ঘটনা ঘটে। স্বজনরা জানান, মারা যাওয়া ব্যক্তি দীর্ঘ ১০ দিন ধরে জ্বরে আক্রান্ত হয়ে একটি ক্লিনিকে এবং বরিশাল শেবাচিমে চিকিৎসা নিয়ে বাড়িতেই অবস্থান করেছিলেন। অসুস্থ অবস্থায় তিনি বাহিরে ঘোরাফেরাও করতেন বলে স্থানীয়রা জানান। ওই ব্যক্তির মৃত্যকে ঘিরে নানা গুঞ্জনে ওই বাড়ির আশপাশের এলাকায় জনশূন্য হয়ে পড়েছে। বাড়িতেও সুনশান নিরবতা লক্ষ করা গেছে। দুপুর ২ টায় স্বাভাবিকভাবেই নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। স্থানীয়দের দাবি, ওই ব্যক্তির নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা দরকার এলাকাবাসীর সুরক্ষার স্বার্থে। রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্সের টিএইচও আবুল খায়েল রাসেল জানান, তিনি জ্বরে মারা গেছেন, জীবিত লোকের করোনা পরীক্ষা করাই মুশকিল, তারপর তো মৃত ব্যক্তির? তিনি করোনায় মারা গেছেন কিনা তা বলতে পারবো না। তবে পরিবারের ভাষ্য মতে করোনার লক্ষণ বলে মনে হচ্ছে না।

বিডি-প্রতিদিন/শফিক

সর্বশেষ খবর