৩১ মার্চ, ২০২০ ২২:২০

২০০ অসহায় মানুষকে পাবনা জেলা প্রশাসনের খাদ্য সহায়তা

পাবনা প্রতিনিধি :

২০০ অসহায় মানুষকে পাবনা জেলা প্রশাসনের খাদ্য সহায়তা

করোনাভাইরাস সংক্রামণ প্রতিরোধে গণপরিবহন চলাচল ও দোকানপাট বন্ধে বেশির ভাগ দুর্ভোগে পড়েছেন দিনমজুর ও শ্রমিক পরিবারের মানুষগুলো। আর রাস্তায় মানুষের চলাচল না থাকায় দুর্ভোগের পড়েছেন রিকশাচালকও। আর এসব শ্রেণির মানুষের দুর্ভোগ কাটিয়ে তুলতে জেলা পাবনা প্রশাসনের উদ্যোগে বিতরণ করা হচ্ছে খাদ্যসামগ্রী। মঙ্গলবার দুপুরে পাবনার সদর উপজেলার দ্বীপচর-বাঁধের রাস্তার পাশে বসবাসরত পরিবারের মাঝে এসব খাদ্য সামগ্রী বিতরণ করেন জেলা প্রশাসক কবীর মাহমুদ। বিতরণকালে জেলা প্রশাসক সরকারের পাশাপাশি বে- সরকারি,ব্যক্তিগত প্রতিষ্ঠানদেরও এগিয়ে আসার আহ্বান জানান। তিনি বলেন, নোভেল করোনাভাইরাস প্রতিরোধে সবাইকে সচেতন হতে হবে, আর বিত্তবানদের নিম্ন আয়ের মানুষের পাশে দাঁড়াতে হবে। খাদ্য সামগ্রীর মধ্যে ছিলো চাল, ডাল, তেল, সাবান, চিনি ও দুধ। এছাড়া মাস্কও বিতরণ করা করা হয়। বিতরণকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোখলেছুর রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জাহিদ নেওয়াজসহ জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কর্মকর্তা, কর্মচারীবৃন্দ।

বিডি-প্রতিদিন/শফিক

সর্বশেষ খবর