৩১ মার্চ, ২০২০ ২২:২৪

৩৫ দিনের শিশুও যখন করোনায় আক্রান্ত!

অনলাইন ডেস্ক

৩৫ দিনের শিশুও যখন করোনায় আক্রান্ত!

সংগৃহীত ছবি

চীনের হুবেই প্রদেশের উহান থেকে বিশ্বের বিভিন্ন প্রান্তে প্রাণঘাতী করোনাভাইরাসের প্রকোপ ছড়িয়ে পড়েছে। ইতোমধ্যে এ ভাইরাস বিশ্বের অন্তত ১৯৯ টি দেশে ছড়িয়ে পড়েছে। এখন পর্যন্ত এ ভাইরাসে মৃত্যু হয়েছে ৩৯,০৭৪ জনের। তবে মারা যাওয়াদের অধিকাংশই বয়স্ক। তবে এবার ইরানের উত্তর-পূর্ব খোরাসানে ৩৫ দিনের এক শিশু করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। 

গুনাবাদ ইউনিভার্সিটির ফার্মাডিক্যাল সায়েন্সের প্রধান জানিয়েছেন, আক্রান্ত শিশুটির বয়স মাত্র ৩৫ দিন। বাচ্চাটির শ্বাস নিতে বেশ কষ্ট হচ্ছে।

তিনি নিশ্চিত করেছেন যে, শিশুটি ইরানে করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে কনিষ্ঠতম। তার ভাষ্যমতে, শিশুটির শারীরিক অবস্থা এখন মোটামুটি ভালোর দিকে রয়েছে।

ইরানে এ পর্যন্ত করোনায় আক্রান্ত মৃতের সংখ্যা ২ হাজার ৭৫৭-এ পৌঁছেছে এবং সারা দেশে করোনায় ৪১ হাজার ৪৯৯ জন আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে।

টানা দুই মাসেরও বেশি সময় করোনার কথা অস্বীকার করার পরে ইরান সরকার শেষ পর্যন্ত শনিবার জানিয়েছে যে, করোনাভাইরাসের প্রাদুর্ভাব জানুয়ারি থেকে দেশে ছড়িয়ে পড়েছে।

ইরান সরকার কর্তৃক প্রতিষ্ঠিত ন্যাশনাল করোনা কন্ট্রোল সেন্টার এপিডেমিওলজি কমিটির প্রধান আলী আকবর হক দোস্ত এক ভিডিও প্রেস কনফারেন্সে বলেছেন যে, আসলে জানুয়ারির শেষ ১০ দিনে ইরানে করোনাভাইরাস ছড়িয়ে পড়েছিল।

ভিডিও প্রেস কনফারেন্সে হাক্কানী বলেন, করোনাভাইরাস মাত্র কয়েক সপ্তাহে ভয়ংকরভাবে ইরানে ছড়িয়ে পড়েছে। শুরুতে এটি এতটা ব্যাপক ও বিপজ্জনক ছিল না।

বিডি প্রতিদিন/এনায়েত করিম

সর্বশেষ খবর