কভিড-১৯ করোনাভাইরাস মোকাবেলায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ২৪ বিলিয়ন ডলারের প্যাকেজ ঘোষণা করেছেন। এ প্যাকেজের আওতায় ৮০০ মিলিয়ন সুবিধাবঞ্চিত মানুষকে আগামী তিন মাস বিনামূল্যে খাদ্য রেশন দেওয়া হবে। মোদির এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক ডা. তেড্রোস অ্যাধানম ঘেব্রেইয়েসাস।
১ এপ্রিল বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক ওই প্যাকেজ ঘোষণার বিষয়ে মোদির প্রশংসা করে টুইট করেন। টুইটে আরও বলা হয়, মোদির এ প্যাকেজের আওতায় ২০৪ মিলিয়ন গরীব নারীকে নগদ অর্থ প্রদান করা হবে এবং ৮০ মিলিয়ন পরিবারকে বিনামূল্যে রান্না করার গ্যাস সরবরাহ করা হবে আগামী তিন মাস।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক উন্নয়নশীল দেশগুলোর ঋণ মওকুপের আহ্বান জানিয়েছেন যাতে এসব কল্যাণমূলক প্রকল্প সাফল্যের সঙ্গে বাস্তবায়ন সম্ভব হয়। পাশাপাশি দেশগুলো যাতে অর্থনৈতিক ধস এড়াতে পারে তার জন্য সবার প্রতি সহযোগিতার আহ্বান জানিয়েছেন তিনি।
প্রসঙ্গত, ভারতে করোনাভাইরাসে এ পর্যন্ত ১ হাজার ৯৬৫ জন আক্রান্ত হয়েছে এবং মৃত্যু হয়েছে ৫০ জনের।
সূত্র: রিপাবলিক ওয়ার্ল্ড
বিডি প্রতিদিন/ফারজানা