৫ এপ্রিল, ২০২০ ০৯:৪৬

দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ

রাজবাড়ী প্রতিনিধি

দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ

কভিড-১৯ করোনাভাইরাসে সংক্রমণের শঙ্কায় যাত্রী পারাপার বন্ধ করতে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে।

রবিবার সকাল ৬টা থেকে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ রাখে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্পোরেশন (বিআইডব্লিউটিসি) কর্তৃপক্ষ। 

হঠাৎ কোন ঘোষণা ছাড়াই ফেরি বন্ধ রাখার কারণে বিপাকে পড়েছে শতাধিক পণ্যবাহী পরিবহন ও জরুরি পণ্যবাহী পরিবহন।

দৌলতদিয়া ফেরিঘাটের ট্রাফিক সার্জেন্ট মো. আনোয়ার হোসন বলেন, হঠাৎ করে ফেরি বন্ধ রাখার কারণে ঘাটে এসে ফিরে যাচ্ছে অনেক পণ্যবাহী পরিবহন তবে দুইটা অ্যাম্বুলেন্স নিয়ে একটি ফেরি পাটুরিয়ার উদ্দেশ্যে ছেড়ে গিয়েছে। 

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্পোরেশন (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ফেরিঘাটের ব্যবস্থাপক মো. আবু আব্দুল্লাহ রনি বলেন, উপরের নির্দেশে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। কী কারণে ফেরি চলাচল বন্ধ সে ব্যাপারে তিনি বলেন, গতকাল বিপুল সংখ্যক মানুষ ঢাকায় গিয়েছে। তারা যেন আবার এই রুট ব্যবহার না করে ফিরে আসতে পারে সেই কারণে হয়তো ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। তবে কখন ফেরি চলাচল শুরু হবে সেটা জানাতে পারেনি বিআইডব্লিউটিসি'র এই কর্মকর্তা। 

বিডি প্রতিদিন/ ওয়াসিফ

সর্বশেষ খবর