৬ এপ্রিল, ২০২০ ০৭:৪৫

সিলেটে যেভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে করোনা আক্রান্ত ব্যক্তিকে

সিলেট ব্যুরো

সিলেটে যেভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে করোনা আক্রান্ত ব্যক্তিকে

সিলেটে এক ব্যক্তি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। আক্রান্ত ওই ব্যক্তিকে বাসাতেই চিকিৎসা দেওয়া শুরু হয়েছে।

এ প্রসঙ্গে জানতে চাইলে স্বাস্থ্য অধিদপ্তর সিলেটের বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক ডা. আনিসুর রহমান  বলেন, ‘করোনাভাইরাসের যথাযথ চিকিৎসা এখনও উদ্ভাবন হয়নি। করোনা আক্রান্ত হলে জ্বর, সর্দি, কাশি থাকে। সিলেটে যে ব্যক্তি আক্রান্ত হয়েছেন, তাকে জ্বর, সর্দি, কাশির ওষুধই দেওয়া হচ্ছে।’

তিনি জানান, আক্রান্ত ব্যক্তির পরিবারের অন্য সদস্যদেরকেও নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। 

বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন

সর্বশেষ খবর