৬ এপ্রিল, ২০২০ ১০:৩০

করোনায় হাইতিতে প্রথম মৃত্যু

অনলাইন ডেস্ক

করোনায় হাইতিতে প্রথম মৃত্যু

বিশ্বব্যাপী প্রতিনিয়ত তাণ্ডব চালিয়ে যাচ্ছে প্রাণঘাতী করোনাভাইরাস। ভাইরাসটি ইতোমধ্যে বিশ্বের ২০৫টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে। প্রতিদিনই বাড়ছে আক্রান্ত আর মৃত্যুর সংখ্যা।

এদিকে, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে রবিবার হাইতিতে প্রথম মৃত্যুর ঘটনা ঘটেছে। ৫৫ বছর বয়সী ওই পুরুষ ডায়াবেটিস ও হাইপারটেনশনের মতো শারীরিক জটিলতায় ভুগছিলেন।

ক্যারিবিয়ান সাগরের দেশটিতে করোনায় আক্রান্ত ২১ জনের মধ্যে একমাত্র মৃত্যু এটাই। আক্রান্তের অর্ধেকের বেশি ৪৫ বছরের নিচে।

উল্লেখ্য, গত ১৯ মার্চ প্রথম দুজন আক্রান্তের পর কেবল ২১৮ জনের করোনা টেস্ট করা হয়েছে। এই মহামারি ঠেকাতে সরকারের চিকিৎসা ব্যবস্থা বারবার সমালোচিত হচ্ছে।


বিডি প্রতিদিন/ ওয়াসিফ

সর্বশেষ খবর