৬ এপ্রিল, ২০২০ ১১:৫৮

গাইবান্ধায় করোনা উপসর্গ নিয়ে যুবকের মৃত্যু, নমুনা সংগ্রহ

গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধায় করোনা উপসর্গ নিয়ে যুবকের মৃত্যু, নমুনা সংগ্রহ

গাইবান্ধা সদরের কামারজানিতে করোনা উপসর্গ নিয়ে আব্দুর রাজ্জাক (৩২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। রবিবার রাতে তার নমুনা সংগ্রহ করেছে জেলা স্বাস্থ্য বিভাগ।

আব্দুর রাজ্জাক কামারজানি বন্দর এলাকার ফজলু মিয়ার ছেলে। তিনি নারায়ণগঞ্জে চাকরি করতেন। 

কামারজানি ইউপি চেয়ারম্যান আব্দুস সালাম জানান, রাজ্জাক আগে থেকেই হাঁপানি রোগে ভুগছিলেন। কয়েকদিন আগে তিনি চাকরিস্থল নারায়ণগঞ্জ থেকে বাড়ি আসেন। রবিবার সকালে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন। পরে বিকেল চারটার দিকে তার মৃত্যু হয়। তিনি আরও বলেন, স্থানীয় ও নিহতের পরিবারের ধারণা করোনা আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে।

গাইবান্ধার সিভিল সার্জন ডা. এবিএম আবু হানিফ জানান, যুবকের মৃত্যু কি কারণে তা জানতে গতকাল রাত ১১টার দিকে ওই যুবকের শরীর থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে।

বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন

সর্বশেষ খবর