৬ এপ্রিল, ২০২০ ১৩:৪৬

করোনা সন্দেহে কুমিল্লা নগরীর বাড়ি লকডাউন

কুমিল্লা প্রতিনিধি

করোনা সন্দেহে কুমিল্লা নগরীর বাড়ি লকডাউন

কুমিল্লা নগরীর বাগিচাগাঁও এলাকায় এক ব্যক্তির করোনা সংক্রমণ সন্দেহে একটি বাড়ি লকডাউন করা হয়েছে। আজ সোমবার বাড়িটি লকডাউন করা হয়।

কুমিল্লা সিটি করপোরেশনের মেডিকেল টেকনোলজিস্ট জহিরুল ইসলাম বলেন, নগরীর পশ্চিম বাগিচাগাঁও এলাকার একজন থেকে নমুনা সংগ্রহ করেছি। নমুনা ঢাকায় প্রেরণ করা হয়েছে। এখন রিপোর্টের অপেক্ষায় আছি।

অসুস্থ ব্যক্তির বড় ভাই বলেন, আমার ছোট ভাইয়ের গত তিন সপ্তাহ ধরে কাশি ও জ্বর । কাশির কারণে তার শ্বাসকষ্ট হতো। কিছুটা গলা ব্যথা ছিলো। তাকে নেবুলাইজড করতাম। মোবাইল ফোনে চিকিৎসা নিয়েছি। সে এখন আগের তুলনায়  কিছুটা সুস্থ আছে। রবিবার তার ভাইয়ের করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে।

কুমিল্লা সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র ও ৯ নং ওয়ার্ড কাউন্সিলর জমির উদ্দিন খান জম্পি বলেন, আমরা বাড়তি পদক্ষেপ হিসেবে বাড়িটি সামাজিকভাবে বিচ্ছিন্ন করেছি। অন্যান্যদেরও হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করেছি। 

বিডি প্রতিদিন/ফারজানা

সর্বশেষ খবর