৬ এপ্রিল, ২০২০ ১৪:০৯

করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে ১২৩

অনলাইন প্রতিবেদক

করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে ১২৩

বাংলাদেশে কভিড-১৯ করোনাভাইরাসে সংক্রমণের সংখ্যা ১০০ ছাড়িয়েছে। আজ সোমবার পর্যন্ত দেশে মোট ১২৩ জনের শরীরের করোনার উপস্থিতি পাওয়া গেছে। দুপুরে রাজধানীর মহাখালীতে স্বাস্থ্য অধিদফতরের ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ৩৫ জনের শরীরে করোনার উপস্থিতি পাওয়া গেছে এবং মারা গেছে ৩ জন।

এর আগে বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ান অ্যান্ড সার্জন্স (বিসিপিএস) ভবনে এক বৈঠকে স্বাস্থ্য মন্ত্রী জাহিদ মালেক স্বপন জানান, বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় করোনায় সংক্রমিত হয়েছেন ২৯ জন এবং মারা গেছে ৪ জন।

এ বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, বানানের বিভ্রান্তির কারণে এটা হয়েছে। স্বাস্থ্য মন্ত্রী তখন একটি বৈঠকে ছিলেন। তিনি আমাদের ফোন করেছিলেন। এ বিষয়ে আলোচনার জন্য তিনি তথ্য চেয়েছিলেন আমাদের কাছে। গত ২৪ ঘণ্টায় ৩ জন মারা গেছে এবং সংক্রমিত হয়েছেন ৩৫ জন। 

স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, বাংলাদেশে আজ সোমবার দুপুর পর্যন্ত করোনায় মোট আক্রান্ত হয়েছেন ১২৩ ও মারা গেছে ১২ জন। 

বিডি প্রতিদিন/ফারজানা

সর্বশেষ খবর