করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে সিদ্ধিরগঞ্জে মাঠে নামছেন সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ প্রশাসন। সিদ্ধিরগঞ্জের প্রবেশ পথে পথে বসানো হয়েছে পুলিশের ১০ টি চেকপোস্ট। এছাড়াও পাড়া মহল্লার রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে। এদিকে পুলিশের পাশাপাশি পাড়া মহল্লায় বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন সামাজিক নিরাপত্তা ও দূরত্ব বজায় রাখতে হচ্ছে কিনা তা কঠোরভাবে নির্ণয় করা হবে।
রবিবার রাতে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে নারায়ণগঞ্জ পুলিশ প্রশাসন ও জেলা প্রশাসন সম্মতিক্রমে নারায়ণগঞ্জ শহরের সদর উপজেলাধীন ৩টি থানা অর্থাৎ সিদ্ধিরগঞ্জ, সদর ও থানা ফতুল্লা থানা এলাকাকে লকডাউন কারর সিদ্ধান্ত নেয়া হয়।
নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোঃ জাহিদুল আলম জানান, আমরা বৈঠক করে সিদ্ধান্ত নিয়েছি নারায়ণগঞ্জ শহরের সদর উপজেলাধীন তিনটি থানা অর্থাৎ সিদ্ধিরগঞ্জ। সদর ও থানা ফতুল্লা থানা এলাকার কাউকে বাইরে যেতে দেওয়া হবে না এবং বাহির থেকে কাউকে ভেতরে প্রবেশ করতে দেয়া হবে না।
এ বিষয়ে কথা হলে সিদ্ধিরগঞ্জ থানার (ওসি) কামরুল ফারুক বলেন, রাস্তায় বের হলেই কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ রয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার