করোনাভাইরাস সর্তকতায় মানিকগঞ্জে তাবলীগ জামায়াতের ৪৬ জন মুসল্লিসহ ৪৯ জনকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। রবিবার রাত ১১টার দিকে তারা সবাই শেরপুর জেলা থেকে নিজ এলাকা মানিকগঞ্জে ফিরছিলেন।
জেলা পুলিশের বিশেষ শাখার এএসপি হামিদুর রহমান জানান, তাবলীগ জামায়াতের এক মুসুল্লি করেনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর রবিবার সিংগাইর পৌর এলাকা লকডাউন ঘোষণা করা হয়। ওই এলাকার বিভিন্ন পয়েন্টে বসানো হয়েছে পুলিশ চেকপোষ্ট।
মানিকগঞ্জের সিভিল সার্জন ডা. আনোয়ারুল আমিন আখন্দ ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার