৭ এপ্রিল, ২০২০ ১৯:৩৫

মাগুরায় মৃত কৃষকের শরীরে করোনা মেলেনি, ৮ জনের নমুনা সংগ্রহ

মাগুরা প্রতিনিধি:

মাগুরায় মৃত কৃষকের শরীরে করোনা মেলেনি, ৮ জনের নমুনা সংগ্রহ

মাগুরার মোহাম্মদপুর উপজেলার কলমধরি গ্রামে করোনা উপসর্গ নিয়ে মারা যাওয়া কৃষক বাকি মিয়ার শরীরে করোনার উপস্থিতি মেলেনি। পাশাপাশি তার সংস্পর্শে থাকা পরিবারের অপর ২ সদস্যের নমুনা পরীক্ষায় একই ফল এসেছে। মাগুরা সিভিল সার্জন ডাক্তার প্রদীপ কুমার সাহা মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেছেন। 

গত বুধবার জ্বর, শ্বাসকষ্টসহ নানা উপসর্গ নিয়ে কলমধরির বাকি মিয়া মোহাম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়। এ সময় তাকে প্রথমে ওই স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশনে নেয়া হয়। পরদিন সকালে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে সেখানে তার মৃত্যু হয়। স্বাস্থ্য বিভাগ বাকি মিয়া ও তার সংস্পর্শে থাকায় অপর ২ সদস্যের নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠায়। মঙ্গলবার ঢাকা থেকে পাঠানো তাদের রিপোর্টে করোনার উপস্থিতি নেগেটিভ আসে। 

এদিকে জেলায় আরও ৮ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। মাগুরা সিভিল সার্জন ডাক্তার প্রদীপ কুমার জানান, মঙ্গলবার মাগুরায় নতুন করে ৮ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। এ নিয়ে মাগুরায় গত কয়েকদিনে ২২ জনের নমুনা সংগ্রহ করা হলো।

বিডি প্রতিদিন/হিমেল

সর্বশেষ খবর