চীনের হুবেই প্রদেশের উহান শহর থেকেই কভিড-১৯ করোনাভাইরাস ছড়িয়ে পড়ে। গত বছরের ডিসেম্বরে করোনা রোগী প্রথম শনাক্ত হয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার এ বছরের জানুয়ারিতে শহরটি লকডাউন করা হয়।
৭৬ দিন লকডাউনের থাকার পর গত ৮ এপ্রিল তা তুলে নেওয়া হয়েছে। এমন সঙ্কটকালীন সময়েও যেসব জুটির সম্পর্ক টিকে ছিল তাদের মধ্যে বিয়ের ধুম পড়েছে। লকডাউন তুলে নেওয়ার মুহূর্তটি উদযাপন করতে বিয়ের রেজিস্ট্রি করছেন তারা।
গতকাল বুধবার বিয়ে করেছেন জু লিন নামের উহানের এক বাসিন্দা। রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম গ্লোবাল টাইমসকে তিনি বলেন, আজকের দিনটা (৮ এপ্রিল) বিশেষ একটি দিন। আমার জন্য এবং উহান শহরের জন্য এক নতুন শুরু।
বিডি প্রতিদিন/ফারজানা