৯ এপ্রিল, ২০২০ ১০:১৮

রাজনৈতিক বিবেচনায় ভেন্টিলেটর সরবরাহ করছেন ট্রাম্প, অভিযোগ কলরাডো ডেমোক্রেটের

অনলাইন ডেস্ক

রাজনৈতিক বিবেচনায় ভেন্টিলেটর সরবরাহ করছেন ট্রাম্প, অভিযোগ কলরাডো ডেমোক্রেটের

খ্যাতনামা ডেমোক্রেট রাজনীতিবিদ দিয়ানা ডিগ্যাত দাবি করেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাজনৈতিক বিবেচনায় ভেন্টিলেটর সরবরাহ করছেন। কিন্তু কভিড-১৯ করোনাভাইরাসে সব রাজনৈতিক দলের মানুষই সমানভাবে সংক্রমিত হচ্ছেন।

ডোনাল্ড ট্রাম্প কলরাডোর সিনেটর কোরি গার্ডনারকে ১০০ ভেন্টিলেটর দেওয়ার ঘোষণার পর এমন অভিযোগ উঠেছে। দিয়ানা ডিগ্যাতের দাবি, ট্রাম্প নির্দিষ্ট প্রতিনিধিদের চাহিদামতো ভেন্টিলেটর সরবরাহ করতে পারেননি। এখন তিনি ১০০ ভেন্টিলেটর দিচ্ছেন কোরি গার্ডনারকে। তাদের দুইজনের মধ্যে যা হচ্ছে তা খুবই বিরক্তিকর।

দিয়ানা ডিগ্যাত আরও বলেন, অঙ্গরাজ্যগুলোকে চাহিদামতো ভেন্টিলেটর সরবরাহ করা হোক। প্রেসিডেন্ট তার সহযোগীদের ভেন্টিলেটর দিচ্ছেন যখন ভাইরাস রাজনীতির ঊর্ধ্বে গিয়ে সবার ওপর প্রভাব ফেলছে।  
 
বিডি প্রতিদিন/ফারজানা

সর্বশেষ খবর