যুক্তরাষ্ট্রে গতকাল বুধবার একদিনেই ৩৩ হাজার ৩২৩ জনের শরীরে কভিড-১৯ করোনাভাইরাসের উপস্থিতি শনাক্ত করা হয়েছে।
এ নিয়ে দেশটিতে মোট সংক্রমিত ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ৪ লাখ ৩২ হাজার ১৩২ জনে। জন হপকিন্স বিশ্ববিদ্যালয় এসব তথ্য প্রকাশ করেছে।
যুক্তরাষ্ট্রে করোনায় সংক্রমিত হয়ে মৃত্যু হয়েছে মোট ১৪ হাজার ৮১৭ জনের এবং শুধু গত ২৪ ঘণ্টায় মারা গেছে ১ হাজার ৯২২ জন।
বিডি প্রতিদিন/ফারজানা