১০ এপ্রিল, ২০২০ ১৬:১৫

করোনায় ইতালিতে প্রাণ গেল শতাধিক চিকিৎসকের

অনলাইন ডেস্ক

করোনায় ইতালিতে প্রাণ গেল শতাধিক চিকিৎসকের

প্রাণঘাতী করোনাভাইরাস বিশ্বের ২০৯টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে। বিশ্বব্যাপী এখন পর্যন্ত ১৬ লাখ ১৪ হাজার ৪০৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন। অপরদিকে মারা গেছেন ৯৬ হাজার ৭৮৯ জন। এছাড়াও এরই মধ্যে সুস্থ হয়ে উঠেছে ৩ লাখ ৬২ হাজার ৪০৯ জন।

এদিকে, করোনায় বিপর্যস্ত ইউরোপের দেশ ইতালি। এখন পর্যন্ত দেশটির মারা গেছেন ১৮ হাজার ২৭৯ জন এবং আক্রান্ত হয়েছেন ১ লাখ ৪৩ হাজার ৬২৬ জন। অপরদিকে সুস্থ হয়ে উঠেছে ২৮ হাজার ৪৭০ জন। তবে ৩ হাজার ৬০৫ জনের অবস্থা আশঙ্কাজনক।

ইতালির একটি হেলথ অ্যাসোসিয়েশন জানিয়েছে, গত ফেব্রুয়ারিতে দেশটিতে করোনার প্রাদুর্ভাব শুরুর পর থেকে সেখানে এখন পর্যন্ত ১০০ থেকে ১০১ চিকিৎসকের মৃত্যু হয়েছে। 

গত এক মাসে করোনার কারণে ইতালি যেন মৃত্যুপুরীতে পরিণত হয়েছে। এদিকে, করোনায় আক্রান্তের সংখ্যা বাড়তে থাকায় রোগীদের চিকিৎসাসেবা দিতে গিয়ে হিমশিম খাচ্ছেন সেখানকার চিকিৎসকরা।


বিডি-প্রতিদিন/বাজিত হোসেন

সর্বশেষ খবর