তখনও করোনার গ্রাসে যায়নি গোটা বিশ্ব। চীনের হুবেই প্রদেশে মাত্র মাথাচাড়া দিয়েছে সংক্রমণ। সেইসময় পাম তেল রপ্তানি নিয়ে ভারত-মালয়েশিয়ার মধ্যে কূটনৈতিক সম্পর্কে চিড় ধরে। কিন্তু বর্তমানে করোনাই ফের সম্পর্কের ফাটল জোড়া লাগিয়ে দিল।
করোনা মোকাবিলায় বিপুল পরিমাণে হাইড্রোক্সিক্লোরোকুইন উৎপাদক দেশ ভারতের মুখাপেক্ষী প্রথম বিশ্বের দেশগুলি। যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ব্রাজিল, জাপানকে ইতিমধ্যেই ওষুধ রপ্তানি করে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে ভারত। এবার ভারত মালয়েশিয়াকে হাইড্রোক্সিক্লোরোকুইন রপ্তানিতে সম্মতি দিয়েছে।
পাম তেল নিয়ে বিতর্কের জেরে দুই দেশের মধ্যে আমদানি-রপ্তানি বাণিজ্য ব্যাহত হয়েছিল। কিন্তু করোনা মোকাবিলায় হাইড্রক্সিক্লোরোকুইন হাতিয়ার হতে পারে, ট্রাম্পের এই ঘোষণার পরই ভারতের কাছে সাহায্য প্রার্থনা করে বিশ্বের অনেক দেশ। ভারত সরকার সিদ্ধান্ত নেয় বন্ধু দেশগুলিকে প্রয়োজনীয় ওষুধ রপ্তানি করবে। মহামারিতে যে যে দেশগুলি প্রভাবিত সেই দেশগুলিকে প্রাথমিক স্তরে ওষুধ রপ্তানিতে সম্মতি দিয়েছিল ভারত।
সেই অনুযায়ী, প্রথম দফায় যুক্তরাষ্ট্রে ওষুধ ভর্তি বিমানও পাঠিয়েছে ভারত। এরপর গত মঙ্গলবার (১৪ এপ্রিল) ভারত সরকার মালয়েশিয়াকে ৮৯,১০০ হাইড্রোক্সিক্লোরোকুইন ট্যাবলেট রপ্তানি করার সিদ্ধান্ত নেয় ভারত।
এই মুহূর্তে দক্ষি-পূর্ব এশিয়ায় আক্রান্তের সংখ্যার নিরিখে দ্বিতীয় সর্বোচ্চ মালয়েশিয়ার পরিসংখ্যান। ৫০০০ আক্রান্ত, মৃত্যু হয়েছে ৮২ জনের। জানা গেছে, ১০ লাখ হাইড্রোক্সিক্লোরোকুইন চেয়েছিল মালয়েশিয়া। তবে এই মুহূর্তে কম পরিমাণ হাইড্রোক্সিক্লোরোকুইনই দিতে সম্মতি জানিয়েছে ভারত।
বিডি-প্রতিদিন/সিফাত আব্দুল্লাহ