দেশে করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য নির্ধারিত কুয়েত-বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতালের নার্স ও স্টাফদের প্রতি রাতে খাবার দিচ্ছেন সুপ্রিমকোর্টের আইনজীবী ব্যারিস্টার আহসান হাবিব ভূঁইয়া। বাংলাদেশ প্রতিদিনকে এ তথ্য জানিয়েছেন তিনি। ব্যারিস্টার আহসান বলেন, দেশে করোনা সংক্রমণের শুরুর দিকে গত ২৫ মার্চ থেকে রাজধানীতে খাবার বিতরণ শুরু করি। প্রথম দিকে দিনে এগুলো বিতরণ করতাম। কিন্তু সামাজিক দূরত্ব না মেনে ঝুঁকি নিয়ে দিনে শত শত মানুষ ভীড় করতে শুরু করলে, তাদের সুরক্ষার কথা চিন্তা করে তা রাতে দেওয়া শুরু করি। কিন্তু সরকারি ঘোষণায় সন্ধ্যা ৬টার পর বাইরে থাকা নিষেধ করায়, সেটা আর চালিয়ে যাওয়া সম্ভব হয়নি। সেসময়ে অবশ্য সরকার ত্রাণ বিতরণ শুরু হয়।
সুপ্রিমকোর্টের এই আইনজীবী আরও বলেন, এরপর করোনার সংকটে পড়া নিম্ন-মধ্যবিত্ত পরিবার, যারা লোক-লজ্জায় মানুষের কাছে যেতে পারেন না। তাদের ফেসবুক মেসেঞ্জারের মাধ্যমে খাদ্য সহায়তা দেওয়া শুরু করি। প্রতিদিন সকাল আটটা থেকে দুপুর ২টা পর্যন্ত পিকআপভ্যানে করে রাজধানীর বিভিন্ন এলাকার এই রকম পরিবারের মধ্যে ত্রাণ বিতরণ করছি। ত্রাণের মধ্যে রয়েছে ৫ কেজি চাল, ১ কেজি ডাল, ২ কেজি আলু, ১ কেজি পিয়াজ, আধা কেজি লবণ, আধা লিটার তেল, আধা কেজি চিনি, ১ কেজি ছোলা, আধা কেজি সুজি, ২ প্যাকেট বিস্কুট, চকলেট, মশার কয়েল, নাপা ওষুধ, স্যালাইন ও মাস্ক।
এরমধ্যে টিভিতে খবরে দেখি কুয়েত-বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতালের নার্স ও স্টাফরা খাদ্য সংকটে। তখন যোগাযোগ করি। পহেলা বৈশাখে নাস্তা পাঠাই। এর মধ্যে জানলাম তাদের দুপুরের খাবার সরকার ব্যবস্থা করছেন। এ কারণে বুধবার রাত থেকে নার্স ও স্টাফদের জন্য প্রতি রাতের খাবার পাঠানো শুরু করেছি বলেও ব্যারিস্টার আহসান হাবিব ভূঁইয়া জানান। উল্লেখ্য, করোনা প্রার্দুভাব দেখা যাওয়ার পর থেকেই রাজধানীতে কর্মহীন হয়ে পড়া মানুষ, দুস্থ ও মধ্যবিত্ত পরিবারের মাঝে খাবার বিতরণ করে আসছেন আহসান ভুঁইয়া। এ পর্যন্ত প্রায় পাঁচ হাজার পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছেন তিনি। তিনি আসন্ন রমজান মাসে কুয়েত-বাংলাদেশ মৈত্রী হাসপাতালের নার্স ও স্টাফদের জন্য ইফতার ও সেহরীর ব্যবস্থা করবেন ।
বিডি-প্রতিদিন/শফিক