করোনাভাইরাসের কারণে গত ৬ সপ্তাহ ধরে লকডাউনে রয়েছে ব্রিটেন। কর্মব্যস্ত রাজধানী লন্ডনেও চলছে লকডাউন। জরুরি সেবাসমূহের কর্মী ছাড়া বাকি প্রায় সকলের কাজ বন্ধ। বাধ্য হয়েই ঘরে থাকতে হচ্ছে লন্ডনের বাসিন্দাদের। কিন্তু এই সময়ে স্বাভাবিকের চেয়ে ২৪ গুণ পারিবারিক নির্যাতন বৃদ্ধি পেয়েছে বলে জানিয়েছে মেট পুলিশ।
শুক্রবার বিবিসির এক রিপোর্টে বলা হয়েছে, পারিবারিক নির্যাতনের অভিযোগে প্রতিদিন প্রায় ১০০ লোককে গ্রেফতার করতে হচ্ছে তাদের। গত ১৯ এপ্রিল পর্যন্ত গ্রেফতার করা হয়েছে ৪০০০ এর বেশি মানুষকে।
মেট পুলিশের কর্মকর্তা সু উইলিয়ামস জানিয়েছেন, গত ৯ মার্চ থেকে ডমেস্টিক এবিউস বা পারিবারিক নির্যাতন বেড়েছে ২৪%। তিনি বাসিন্দাদের অভয় দিয়ে বলেন, মেট পুলিশ আপনাদের পাশে রয়েছে।
এ পর্যন্ত ১৭হাজার ২৭৫টি অভিযোগ রেকর্ড করা হয়েছে। যা গত বছরের তুলনায় ৯% বেশি। আটককৃতদের মধ্যে একজন গর্ভবতী নারীর পার্টনারও রয়েছেন। হাসপাতালে পর্যন্ত গেলেও তিনি অভিযোগ দায়ের করতে রাজি ছিলেন না। তবে হাসপাতাল ও পুলিশের বডি ক্যামেরার সহায়তায় উক্ত ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। তিনি এখন বিচারের মুখোমুখির অপেক্ষা রয়েছেন। তিনি ভিকটিমদের পুলিশের কাছে অভিযোগ করার আহ্বান জানিয়েছেন।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ