মেহেরপুরের মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ মোট ১৯ জনের করোনা পরীক্ষায় কুষ্টিয়া মেডিকেল কলেজে পজেটিভ হলেও আইপিএইচ এর পরীক্ষায় ১৮ জনের করোনার রেজাল্ট নেগেটিভ এসেছে। আজ রাত ৯ টার দিকে সিভিল সার্জন ডা. নাসির উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।
গত মঙ্গলবার থেকে মেহেরপুর স্বাস্থ্য বিভাগ করোনার ফলাফল দিতে গড়মিল শুরু করে। এদিন সিভিল সার্জন আফিস থেকে কোন ফলাফল প্রকাশ করা হয়নি। তবে এদিন কুষ্টিয়া মেডিকেল কলেজের ল্যাব থেকে মেহেরপুর জেলার ১৯ জনের ফলাফল পজেটিভ জানানো হয়। বুধবার (২৯ এপ্রিল) মেহেরপুর সিভিল সার্জন অফিস থেকে জনানো হয়, কুষ্টিয়া মেডিলকেল থেকে মোট ৫৮ জনের মধ্যে ৩৯ জনের ফলাফল নেগেটিভ ও বাকি ১৯ জনের ফলাফল অসম্পূর্ণ এসেছে। এই ১৯ জনের স্যাম্পল পুনরায় ঢাকা আইপিএইচ এ পুনপরীক্ষার জন্য পাঠানো হয়। সেখান থেকে আজ বৃহস্পতিবার ফলাফল আসে। এ ফলাফল রাত ৯টার দিকে মেহেরপুর সিভিল সার্জেন তার ফেসবুক পেজে প্রকাশ করেন।
ফেসবুকে তিনি জানিয়েছে, মোট ১৯ ফলাফলের মধ্যে ১৮টি নেগেটিভ একটি ১টি পজেটিভ।
সিভিল সার্জেন নাসির উদ্দিন জানান, আক্রান্ত ব্যক্তির বাড়ি মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা ইউনিয়নে। তার বয়েস অনুমানিক ৩৫ বছর। প্রথমদিন যখন সন্দেহাতীত পজেটিভ রেজাল্ট এসেছিল ঐদিন থেকে ঐ ব্যক্তিকে আইসোলেশনে রেখে তার বাড়ি লকডাউন করা হয়েছে।
এ নিয়ে মেহেরপুর জেলায় মোট তিনজন ব্যক্তির শরীরে করোনা পজেটিভ পাওয়া গেল। এদের মধ্যে ইদ্রিস শাহ'র মৃত্যু হয়েছে।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ