বিশ্বজুড়ে তাণ্ডব চালাচ্ছে করোনাভাইরাস। প্রাণঘাতী এই ভাইরাসের মহামারি ঠেকাতে বিভিন্ন দেশে চলছে লকডাউন। এদিকে, চলমান লকডাউনে খাদ্য সংকট নিয়ে উত্তেজনা দেখা গেছে চিলির রাজধানী সান্তিয়াগোয়তে। দেশটিতে লকডাউন চলাকালীন খাদ্য না পাওয়ার ক্ষোভে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন বিক্ষোভকারীরা।
দেশটির স্থানীয় সংবাদ মাধ্যমের বরাত দিয়ে বিবিসি জনায়, পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ার গ্যাস ও জল কামান ব্যবহার করেছে দেশটির পুলিশ।
বিক্ষোভ সংঘর্ষের পর দেশটির প্রেসিডেন্ট সেবাস্তিয়ান পাইরেরা টেলিভিশন ভাষণে দেশটিতে হতদরিদ্রদের খাবার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।
প্রেসিডেন্টের দেওয়া ঘোষণা অনুযায়ী ২৫ লাখ মানুষকে খাদ্য সহায়তা দেওয়া প্রতিশ্রুতি দিয়েছে দেশটি। এ বিষয়ে তিনি বলেন, "আমরা সবচেয়ে ঝুঁকিপূর্ণ পরিবারগুলোকে অগ্রাধিকার দেব।"
এদিকে স্থানীয় মেয়র সাদি মেলো স্থানীয় রেডিওকে বলেছেন, ক্ষুধা ও কাজের অভাবে অত্যন্ত জটিল পরিস্থিতির মুখোমুখি হয়েছিল তার এলাকায়।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ