করোনাভাইরাসের তাণ্ডবে বিপর্যস্ত পুরো বিশ্ব। প্রতিদিনই বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। তবে সুস্থও হচ্ছে মানুষ। ইরানে করোনায় সুস্থদের সংখ্যা লাখ ছাড়িয়েছে।
ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, ইরানে এ পর্যন্ত ১ লাখ ২৯ হাজার ৩৪১ জন করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন। এদের মধ্যে ৭ হাজার ২৪৯ জনের মৃত্যু হয়েছে। দেশটিতে করোনা থেকে সুস্থ হয়েছেন ১ লাখ ৫৬৪ জন।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ