২৩ মে, ২০২০ ১৮:০৯

লাকসামে ৩ পুলিশসহ আরও ৭ জনের করোনা সনাক্ত, মোট ৩৩

লাকসাম প্রতিনিধি

লাকসামে ৩ পুলিশসহ আরও ৭ জনের করোনা সনাক্ত, মোট ৩৩

ফাইল ছবি

কুমিল্লার লাকসামে আরও সাতজনের করোনা সনাক্ত হয়েছে। এ নিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৩৩ জনে। আক্রান্তদের মধ্যে তিন পুলিশ সদস্যের মধ্যে দুই জনের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া এবং অন্যজনের ফরিদপুর জেলায়। 

আক্রান্ত অন্যদের মধ্যে একজন দক্ষিণ লাকসামের, দুইজন উত্তরকুল ও একজন পশ্চিমগাঁও এলাকার বাসিন্দা। আজ শনিবার স্থানীয় স্বাস্থ্যবিভাগের করোনা র‌্যাপিড রেসপন্স টিম বিষয়টি নিশ্চিত করেছে।

জানা যায়, লাকসামে নতুন ৭ জনসহ সর্বমোট করোনায় আক্রান্তের সংখ্যা ৩৩ জন। তাদের মধ্যে ১৩ জন সুস্থ হয়েছেন। বাকীদের আইসলোশানে চিকিৎসা দেয়া হচ্ছে। স্থানীয় স্বাস্থ্য বিভাগের করোনা র‌্যাপিড রেসপন্স টিম এখানে ২৪ ঘন্টা রোগীদের আন্তরিক সেবা দিয়ে যাচ্ছেন। তাদের নিবিড় পর্যবেক্ষণের কারণে এখন পর্যন্ত এখানে কোন রোগী মারা যাননি।

 নতুন আক্রান্তদের মধ্যে লাকসাম থানার তিনজন পুলিশ সদস্য রয়েছেন। তাদের মধ্যে ৩৯ বছর বয়সী একজনের বাড়ি ফরিদপুরের বোয়ালখালী, ৩৭ বছর বয়সী একজনের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর এবং ৩৬ বছর বয়সী অন্য একজনের বাড়ি একই জেলার কসবা উপজেলায়। 

আক্রান্ত অন্য চারজনের মধ্যে দুইজন ইতোমধ্যে করোনায় আক্রান্ত শহরের লাইফ কেয়ার হাসপাতালের ওটি ইনচার্জের ২০ বছর বসয়ী স্ত্রী ও ১৬ বছর বয়সী ছোট ভাই, একজন দক্ষিণ লাকসাম (সাহাপাড়ার) চট্টগ্রাম ফেরত আক্রান্ত ব্যক্তির ৪৫ বছর বয়সী স্ত্রী এবং অপরজন লাকসাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জুনিয়র মেকানিকের ৩০ বছর বয়সী পুত্র সন্তান।  

লাকসাম করোনা র‌্যাপিড রেসপন্স টিমের অন্যতম সদস্য ও স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) ডা. মেহেদী হাসান জিতু জানান, লাকসামে নতুন সাতজনসহ এ পর্যন্ত ৩৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন। আজ নতুন দুইজন সহ ১৩ জন সুস্থ হয়ে ওঠেছেন। করোনায় আক্রান্তদের র‌্যাপিড রেসপন্স টিম নিবিড় পর্যবেক্ষণে রেখে চিকিৎসা দিয়ে আসছে। কারও স্বাস্থ্যের অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।  

লাকসাম উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ আবদুল আলী বলেন, করোনা পরিস্থিতি দিনদিন অবনতির দিকে ধাবিত হচ্ছে। এ মুহুর্তে সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলার বিকল্প নেই। কারো শরীরে করোনা উপসর্গ দেখা দিলে তাৎক্ষনিক র‌্যাপিড রেসপন্স টিমকে অবহিত করুন। আপনাদের স্বাস্থ্যসেবায় আমরা সর্বদা তৎপর রয়েছি। 


বিডি-প্রতিদিন/সিফাত আব্দুল্লাহ

সর্বশেষ খবর