২৭ মে, ২০২০ ১৮:৩৫

ফের দক্ষিণ কোরিয়ায় উদ্বেগ বাড়াচ্ছে করোনা

অনলাইন ডেস্ক

ফের দক্ষিণ কোরিয়ায় উদ্বেগ বাড়াচ্ছে করোনা

করোনা তাণ্ডবে বিপর্যস্ত পুরো বিশ্ব। দেশে দেশে চলছে লকডাউন। তবে কোনো কোনো দেশে পরিস্থিতির কিছুটা উন্নতি হওয়ায় লকডাউন শিথিল করা হয়েছে। এর মধ্যে করোনাভাইরাস ফের উদ্বেগের কারণ হয়ে দাঁড়াচ্ছে দক্ষিণ কোরিয়ায়। চব্বিশ ঘণ্টার হিসেবে সাত সপ্তাহের মধ্যে বুধবার সর্বোচ্চ আক্রান্ত দেখেছে দেশটি।

দক্ষিণ কোরিয়ার স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, সবশেষ চব্বিশ ঘণ্টায় দেশে ৪০ জনের শরীরে কভিড-১৯ এর সংক্রমণ ধরা পড়েছে, যা ৮ এপ্রিলের পর সর্বোচ্চ। নতুন আক্রান্তের অধিকাংশই সিউল মেট্রোপলিটন এলাকার অতি ঘনবসতি এলাকার বাসিন্দা। দক্ষিণ কোরিয়ায় মোট আক্রান্ত দাঁড়িয়েছে ১১ হাজার ২৫৬ জন। পরিস্থিতি অনেকটা নিয়ন্ত্রণে চলে আসায় স্কুলগুলো খুলে দিয়েছে কোরিয়া সরকার। স্বাভাবিক জীবনে ফেরার চেষ্টা চালাচ্ছে দেশটি।

স্কুলগুলো খুলে দেওয়ার পাশাপাশি সামাজিক দূরত্বের বিষয়টিও শিথিল করেছে কোরিয়া সরকার। জাদুঘর ও উপাসনালয়গুলো খুলে দিয়েছে তারা। বেসবল ও ফুটবলসহ কিছু পেশাদারি খেলাও শুরু হয়েছে। এর মধ্যে নতুন করে হানা দিতে শুরু করেছে করোনা সংক্রমণ। রাজধানী সিউলের উপকণ্ঠে একটি ই-কমার্স সাইট করোনাভাইরাস সংক্রমণের ‘ক্লাস্টার’ এলাকায় পরিণত হয়েছে।

বিডি-প্রতিদিন/শফিক

সর্বশেষ খবর