৩১ মে, ২০২০ ২১:৪১

লাকসামে চিকিৎসক-ফার্মেসী মালিকসহ একদিনে ১৬ জনের করোনা শনাক্ত

ফারুক আল শারাহ, লাকসাম প্রতিনিধি

লাকসামে চিকিৎসক-ফার্মেসী মালিকসহ একদিনে ১৬ জনের করোনা শনাক্ত

প্রতীকী ছবি

কুমিল্লার লাকসামে চিকিৎসক-ফার্মেসীর মালিকসহ একদিনে সর্বোচ্চ ১৬ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে উপজেলায় সর্বমোট আক্রান্তের সংখ্যা ৬৬ জনে দাঁড়ালো। আজ রবিবার (৩১ মে) স্থানীয় স্বাস্থ্যবিভাগের করোনা র‌্যাপিড রেসপন্স টিম সূত্রে এ তথ্য জানা গেছে।  

জানা যায়, আজ রবিবার জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে ৪৫টি নমুনার রিপোর্ট আসে। তাদের মধ্যে ১৬ জনের রিপোর্ট পজিটিভ ও ২৯টি নেগেটিভ। আক্রান্তদের মধ্যে ১৪ জন পুরুষ এবং দুইজন নারী। 

আক্রান্তরা হলেন, শহরের বাইপাস এলাকার একটি বেসরকারি হাসপাতালের চিকিৎসা কর্মকর্তা (৩৬), লাকসাম পৌর শহরের দৌলতগঞ্জ বাজারের ৬৫ বছর বয়সী ওষুধ ব্যবসায়ী, তার ৩০ বছর বয়সী ছেলে, একই বাজারের পাতিলপট্টির ৩৩ বছর বয়সী ব্যবসায়ী, পশ্চিমগাঁও এলাকার ২২ বছর বয়সী এক নারী, একই এলাকার ২৭ বছরের যুবক, ভিক্টোরি অব হিউমিনিটি অর্গেনাইজেশনের ২০ বছর বয়সী স্বেচ্ছাসেবী, লাকসাম উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের ৩৩ বছর বয়সী পরিচ্ছন্ন কর্মী, পৌরসভার গাজিমুড়া গ্রামের ৩০ বছর বয়সী যুবক, উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের মোহম্মদপুর গ্রামের ৩৩ ও ২৪ বছর বয়সী দুই সহোদর, একই গ্রামের ৭০ বছর বয়সী এক বৃদ্ধ এবং কান্দিরপাড় ইউনিয়নের ছনগাঁও গ্রামের ৪৮ বছর বয়সী জনৈক ব্যক্তি।

লাকসাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. আলমগীর হোসেন ও ডা. আবদুল হান্নান জানান, উপজেলায় এ পর্যন্ত ৫৫৪ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। তাদের মধ্যে রিপোর্ট এসেছে ৪৭০টি। আজ নতুন ১৬ জনসহ মোট ৬৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন। বাকী ৪০৪টি রিপোর্ট নেগেটিভ। এখনো রিপোর্ট প্রক্রিয়াধীন রয়েছে ৮৪টি। এখানে এ পর্যন্ত করোনা আক্রান্ত একজন মৃত্যুবরণ করেছেন। আক্রান্তদের মধ্যে ইতোমধ্যে ১৩ জন সুস্থ হয়ে ওঠেছেন। করোনা র‌্যাপিড রেসপন্স টিম আক্রান্ত সকলের নিয়মিত খোঁজ-খবর নেয়ার পাশাপাশি প্রয়োজনীয় চিকিৎসাসেবা দিয়ে যাচ্ছি। কারও স্বাস্থ্যের অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।  

লাকসাম উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ আবদুল আলী বলেন, উপজেলায় করোনায় আক্রান্তের সংখ্যা উদ্বেগজনক হারে বেড়ে চলেছে। করোনা সংক্রমণ থেকে রক্ষা পেতে হলে স্বাস্থ্যবিধি মেনে চলার বিকল্প নেই। কারো শরীরে করোনা উপসর্গ দেখা দিলে তাৎক্ষণিক র‌্যাপিড রেসপন্স টিমকে অবহিত করুন। আপনাদের স্বাস্থ্যসেবায় আমাদের টিম সর্বদা তৎপর রয়েছে।

বিডি প্রতিদিন/এনায়েত করিম

সর্বশেষ খবর