করোনায় আক্রান্ত হয়ে শেরপুর সদর হাসপতালে সানোয়ার হোসেন তফরদার (৫৭) নামে এক জন মারা গেছেন। এনিয়ে জেলায় করোনায় আক্রান্ত হয়ে এক নারী ও দুই পুরুষসহ তিন জনের মৃত্যু হলো।
মঙ্গলবার ভোরের দিকে তিনি মারা যান।
সানোয়ার শহরের বাগরাকসা এলাকার কলিমদ্দিনের ছেলে। সানোয়ার বিদ্যুৎ বিভাগ (পিডিপি) ঢাকা, পল্টন বাণিজ্যিক সাধারণ শাখার হিসাব রক্ষক হিসেবে কর্মরত ছিলেন। এর আগে তিনি দীর্ঘদিন শেরপুর পিডিপি কর্মচারী ইউনিয়নের সভাপতির দায়িত্ব পালন করেছেন।
হাসপাতাল সূত্র জানায়, গত ১২ জুন করোনায় পরীক্ষার ফলাফলে সানোয়ারের শরীরে করোনার অস্তিত্ব পাওয়া যায়। তারপর থেকেই সানোয়ার হোম আইসোলেশনে ছিল। শারীরিক অবস্থা খারাপ হতে থাকলে সোমবার রাতে হাসপাতালে আনা হয়।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোবারক হোসেন খবর নিশ্চিত করে বলেছেন, স্বাস্থ্যবিধি মেনে পরিবারের সাথে যোগাযোগ করে লাশের সৎকারের ব্যবস্থা নেওয়া হচ্ছে।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন