করোনায় আক্রান্ত হয়ে জনতা ব্যাংক সপ্তপদী শাখার সিনিয়র অফিসার (সঞ্চয় শাখা) আনিছুল হক (৫৭) মারা গেছেন। বুধবার রাতে তিনি বগুড়া টিএমএসএস মেডিকেল কলেজ ও হাসপাতালে মারা যান। তিনি বগুড়ার চকলোকমানের বাসিন্দা।
পারিবারিক সুত্রে জানা যায়, গত ২৫ জুন টিএমএসএস মেডিকেলে ও রফাতুল্লাহ কমিউনিটি হাসপাতালে নমুনা দিয়ে করোনাভাইরাসে পজিটিভ হন। এরপর তার অবস্থার অবনতি হলে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে ঢাকায় তাকে আইসিউতে নেয়া হয়।
পরে সেখানে তার কোন উন্নতি না হলে পরে বগুড়া ফিরে নিয়ে এসে টিএমএসএস হাসপাতালে পুনরায় ভর্তি করার পর বুধবার সন্ধ্যা সাড়ে ৬টায় মারা যান। পরে কোয়ান্টাম ফাউন্ডেশন বগুড়ার স্বেচ্ছাসেবীরা লাশটি জীবাণুনাশক করে ঠনঠনিয়া দক্ষিণ বগুড়া ভাইপাগলা গোরস্থানে দাফন করে।
বিডি প্রতিদিন/আল আমীন