১০ জুলাই, ২০২০ ১৬:০২

করোনায় বগুড়ায় ব্যবসায়ীর মৃত্যু, ৩৬০০ ছাড়িয়েছে আক্রান্তের সংখ্যা

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

করোনায় বগুড়ায় ব্যবসায়ীর মৃত্যু, ৩৬০০ ছাড়িয়েছে আক্রান্তের সংখ্যা

বগুড়ায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বৃহস্পতিবার দিবাগত রাতে বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রাজ্জাক (৪৫) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মরহুমের ভাতিজা আকতারুজ্জামান জানান, শুক্রবার সকালে স্বাস্থ্যবিধি মেনে নামাজে জানাযা শেষে পারিবারিক গোরস্থানে তাকে দাফন করা হয়।

এদিকে, গত ২৪ ঘণ্টায় বগুড়া জেলায় করোনায় আক্রান্ত হয়ে আরও একজন মারা গেছে বলে জানিয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ। তবে তার পরিচয় প্রকাশ করা হয়নি। এ নিয়ে মৃতের সংখ্যা ৬৭ জন। শুক্রবার দুপুরে ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডাক্তার মোস্তাফিজুর রহমান তুহিন জানান, গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৫৭জন। এ নিয়ে জেলায় সরকারি হিসেবে করোনায় আক্রান্তের সংখ্যা ৩ হাজার ৬০৮ জন, সুস্থ  হয়েছেন ১ হাজার ৬১৭জন।

এদিকে জেলা শহরের ৯টি রেড জোনে প্রশাসন কড়াকড়ি আরোপ করেছে। প্রতিটি এলাকায় পুলিশ, সেনাবহিনী, র‌্যাব টহল জোরদার করেছে। সেই সাথে পড়া মহল্লাতেও মোবাইল কোর্ট  তৎপরতা চালাচ্ছেন। তারা দোকানপাট খোলা পেলে জরিমানা আদ্য়া করছেন। এর ফলে স্বাস্থ্যবিধি মানতে বাধ্য হচ্ছেন মানুষ। 

বিডি প্রতিদিন/ফারজানা

সর্বশেষ খবর