১০ জুলাই, ২০২০ ১৬:৩৫

বোলসোনারোর করোনা জটিলতা নেই

অনলাইন ডেস্ক

বোলসোনারোর করোনা জটিলতা নেই

করোনাভাইরাসের তাণ্ডবে বিপর্যস্ত ব্রাজিল। গত মঙ্গলবার করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার খবর জানান ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বোলসোনারোর। তার স্বাস্থ্যের সর্বশেষ অবস্থা জানিয়ে রাষ্ট্রপতির প্রেস অফিস বলেছে, কোভিড রোগের কারণে কোনও জটিলতায় ভুগছেন না বোলসোনারো। সুস্থ আছেন তিনি।

প্রেস অফিস এক বিবৃতিতে জানায়, ‘প্রেসিডেন্ট জাইর বোলসোনারোর কোভিড-১৯ ধরা পড়েছিল ৭ (জুলাই) তারিখে। কোনও জটিলতা ছাড়াই তিনি সুস্থ হয়ে উঠছেন। তিনি ভালো আছেন এবং রাষ্ট্রপতির দায়িত্বে থাকা মেডিক্যাল টিম তাকে সার্বক্ষণিক পর্যবেক্ষণে রেখেছেন।’

এদিকে করোনায় আক্রান্ত হলেও বোলসোনারো লকডাউন বিরোধী মনোভাব থেকে সরে আসেননি। শরীরে ভাইরাস ধরা পড়ার দুই দিন পর আবারও বললেন, মহামারির কারণে ব্রাজিলে তৈরি হওয়া অর্থনৈতিক সংকট ভাইরাসের চেয়েও ভয়াবহ।


বিডি প্রতিদিন/ ওয়াসিফ

সর্বশেষ খবর