১৩ জুলাই, ২০২০ ১২:২২

করোনাভাইরাস: দক্ষিণ আফ্রিকায় মদ বিক্রিতে নিষেধাজ্ঞা

অনলাইন ডেস্ক

করোনাভাইরাস: দক্ষিণ আফ্রিকায় মদ বিক্রিতে নিষেধাজ্ঞা

বিশ্বজুড়ে তাণ্ডব চালাচ্ছে করোনাভাইরাস। প্রতিদিনই বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। এমন পরিস্থিতিতে করোনা সংক্রমণ ঠেকাতে অ্যালকোহল বিক্রিতে নিষেধাজ্ঞাসহ বেশ কিছু বিধি নিষেধ আরোপ করেছে দক্ষিণ আফ্রিকা।

এ ব্যাপারে দেশটির প্রেসিডেন্ট সিরিল রামাফোসা বলেছেন, মদ বিক্রিতে নিষেধাজ্ঞা দেশের স্বাস্থ্য ব্যবস্থার ওপর চাপ কমাবে। এদিকে রাতের বেলায় কারফিউ এবং বাড়ির বাইরে বাধ্যতামূলক মাস্ক পরার নিয়ম করা হয়েছে।

দক্ষিণ আফ্রিকায় আড়াই লাখের বেশি মানুষের করোনায় আক্রান্ত হয়েছে। মারা গেছে চার হাজারের বেশি মানুষ। 


বিডি প্রতিদিন/ ওয়াসিফ

সর্বশেষ খবর