১৪ জুলাই, ২০২০ ১০:৫৭

নাঙ্গলকোটে আরও ২৬ জনের করোনা শনাক্ত

লাকসাম প্রতিনিধি:

নাঙ্গলকোটে আরও ২৬ জনের করোনা শনাক্ত

প্রতীকী ছবি

কুমিল্লার নাঙ্গলকোটে আরও ২৬ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে উপজেলায় আক্রান্তের সংখ্যা বেড়ে ২৫৪ জনে দাঁড়িয়েছে। এখানে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন ৮ জন। সংক্রমিতদের মধ্যে সুস্থ হয়েছেন ১৫১ জন। বাকী ১০৩ জন এখনো চিকিৎসাধীন।

উপজেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, সোমবার (১৩ জুলাই) জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে ৬০টি নমুনার রিপোর্ট আসে। তাদের মধ্যে ২৬টি পজিটিভ ও ৩৪টি নেগেটিভ। আক্রান্তদের মধ্যে পৌরসভার কোদালিয়া ১ জন, হরিপুর ১ জন, গোত্রশাল ১ জন, উপজেলার বাঙ্গড্ডা ইউনিয়নের কাদোবা ১ জন, রায়কোট ইউনিয়নের পিপড্ডা ১ জন, মনতলী ১ জন, পেরিয়া ইউনিয়নের শাকতলি ২ জন, জোড্ডা ইউনিয়নের পানকরা ১ জন, দক্ষিণ শ্রীহাস্য ১ জন, নোয়াপাড়া ১ জন, হাসানপুর ১ জন, বক্সগঞ্জ ইউনিয়নের অস্টগ্রাম ১ জন, বাকীহাটি ১ জন, মৌকরা ইউনিয়নের তিলিপ ১ জন, দৌলখাড় ইউনিয়নের পাইকোট ১ জন, দৌলখাড় ২ জন, হেসাখাল ইউনিয়নের হেসাখাল ১ জন, বটতলী ইউনিয়নের কাশিপুর ২ জন, মক্রবপুর ইউনিয়নের মাইরাগাঁও ২ জন, বান্নাগর ২ জন ও ইউএইচএফডব্লিউসি ১ জন। উপজেলায় এ পর্যন্ত ১৪৭৫ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এখনো বেশকিছু রিপোর্ট প্রক্রিয়াধীন রয়েছে। এখানে এ পর্যন্ত ২৫৪ জনের করোনা শনাক্ত হয়েছে। তাদের মধ্যে সুস্থ হয়েছেন ১৫১ জন। এখনো চিকিৎসাধীন ১০৩ জন।

নাঙ্গলকোট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লামইয়া সাইফুল জানান, নাঙ্গলকোটে উদ্বেগজনক হারে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে চলেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সকলকে স্ব স্ব অবস্থান থেকে সতর্কতা অবলম্বন করতে হবে। করোনা সংক্রমণ থেকে রক্ষা পেতে তিনি সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেন।


বিডি প্রতিদিন/হিমেল

সর্বশেষ খবর