করোনার তাণ্ডবে লন্ডভন্ড পুরো বিশ্ব। আত্রান্ত ও মৃতের সংখ্যা প্রতিদিনই বেড়েই চলেছে। এমন পরিস্থিতিতে যুক্তরাজ্যে আগামী ২৪ জুলাই থেকে দোকান ও সুপারশপে মাস্ক রাখা বাধ্যতামূলক করা হয়েছে। এই নিয়ম না মানলে ১০০ পাউন্ড পর্যন্ত জরিমানা হতে পারে।
যুক্তরাজ্য ছাড়াও স্কটল্যান্ড, ইতালি, স্পেন, জার্মানিতে এই নিয়ম ইতোমধ্যে বলবৎ আছে।
মে মাস থেকেই যুক্তরাজ্যের নাগরিকদের ঘরের বাইরে মাস্ক পরার পরামর্শ দেয়া হয়েছে। এছাড়া ১৫ই জুন থেকে দেশটিতে গণপরিবহনে মাস্ক পরা বাধ্যতামূলক।
সূত্র: বিবিসি।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ