১৪ জুলাই, ২০২০ ১৪:১৩

আমাদের কাছ থেকে আরও বেশি কর নিন, ৮৩ শীর্ষ ধনীর আহ্বান

অনলাইন ডেস্ক

আমাদের কাছ থেকে আরও বেশি কর নিন, ৮৩ শীর্ষ ধনীর আহ্বান

মহামারী করোনাভাইরাসের কারণে বিশ্বের কর্মক্ষম লোকদের অর্ধেকই ঝুঁকিতে রয়েছে। চরম দারিদ্র্যে বসবাসরত মানুষের সংখ্যাও আশঙ্কাজনকহারে বেড়েছে। এ অবস্থায় ধনীদের ওপর কর আরও বেশি পরিমানে বাড়ানোর আহ্বান জানানো হয়েছে। পৃথিবীর ৭টি দেশের ৮৩ ধনীই এ আহ্বান জানিয়েছেন এক খোলা চিঠিতে।

নিজ দেশের সরকারের প্রতি তাদের ওপর আরোপিত করের পরিধি স্থায়ীভাবে বাড়ানোর আহ্বান জানিয়ে ওই খোলা চিঠিতে তারা স্বাক্ষর করেছেন। মিলিয়নেয়ার ফর হিউম্যানিটি শীর্ষক চিঠিতে তারা লিখেছেন, আমাদের অর্থের চেয়ে মানবতা বেশি গুরুত্বপূর্ণ। মানবতা রক্ষায় কর বাড়ানো একমাত্র উপায় বলে দাবি করেছেন তারা।  

কোভিড-১৯ সৃষ্ট বৈশ্বিক জনস্বাস্থ্য, অর্থনীতি এবং শিক্ষা খাতের বিপর্যয় কাটিয়ে ওঠার প্রয়োজনীয় অর্থ চাহিদা মেটাতে এ আহ্বান জানান তারা। একইসঙ্গে, তারা অন্যান্য শীর্ষ ধনীদের প্রতিও এই প্রচেষ্টায় শামিল হওয়ার আহ্বান জানান।  

চিঠিতে স্বাক্ষরকারীদের মধ্যে অন্যতম বিখ্যাত বেন অ্যান্ড জেরি আইসক্রিম ব্র্যান্ডের সহ-প্রতিষ্ঠাতা জেরি গ্রিনফিল্ড, ডিজনির উত্তরাধিকারী অ্যাবিগেইল ডিজনি, চলচ্চিত্র পরিচালক রিচার্ড কার্টিস'সহ প্রমুখ। মাল্টি মিলিনিয়ারখ্যাত এসব ধনীদের প্রায় সকলেই ১০ লক্ষাধিক মার্কিন ডলারের বেশি বিত্তের অধিকারী। 

বিডি প্রতিদিন/ফারজানা 

সর্বশেষ খবর