১৪ জুলাই, ২০২০ ১৪:১৯

করোনা উপসর্গে সস্ত্রীক ঢাকায় ভর্তি পবিপ্রবি ভিসি

পটুয়াখালী প্রতিনিধি:

করোনা উপসর্গে সস্ত্রীক ঢাকায় ভর্তি পবিপ্রবি ভিসি

করোনার উপসর্গ নিয়ে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. হারুন অর রশীদ ও তার স্ত্রী কনিকা মাহফুজকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়েছে। আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে বিমান বাহিনীর একটি হেলিকপ্টারযোগে পটুয়াখালী থেকে ঢাকায় নিয়ে তাদের দুজনকে বিএসএমএমইউ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পবিপ্রবি’র জনসংযোগ ও প্রকাশনা বিভাগের উপ-পরিচালক ড. মোহাম্মদ কামরুল ইসলাম জানান, গত এক সপ্তাহ থেকেই ভিসি মহোদয় জ্বর ও কাশিতে ভুগছিলেন। এক দিন পর তার স্ত্রী কনিকা মাহফুজও জ্বর ও কাশিতে আক্রান্ত হন।

তিনি আরও জানান, সোমবার বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা টেস্টের জন্য তারা স্যাম্পল দিয়েছেন। ভিসি স্যারের বয়স ৬৭ বছর এবং বার্ধক্যজনিত কারণে তার শরীরে বিভিন্ন রকমের রোগ থাকায় উন্নত চিকিৎসার জন্য ঢাকা বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সকাল সাড়ে ১০টার দিকে বিমান বাহিনীর একটি এয়ার অ্যাম্বুলেন্সযোগে ঢাকা নিয়ে তাদের ভর্তি করা হয়।
    

বিডি প্রতিদিন/হিমেল

সর্বশেষ খবর