১৪ জুলাই, ২০২০ ১৫:০৪

ইজিবাইক চালকের লাশ উদ্ধার, পরিবারসহ পালিয়েছে সন্দেহভাজন আসামি

কিশোরগঞ্জ প্রতিনিধি

ইজিবাইক চালকের লাশ উদ্ধার, পরিবারসহ পালিয়েছে সন্দেহভাজন আসামি

কিশোরগঞ্জের বাজিতপুরে প্রায় এক সপ্তাহ নিখোঁজ থাকার পর ইজিবাইক চালক রাব্বীর (১৮) লাশ পাওয়া গেছে। আজ মঙ্গলবার দুপুরে হাঁপানিয়া গ্রামের একটি বাড়ির স্যাপটিক ট্যাংকের ভিতর থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।

রাব্বী পিরিজপুর ইউনিয়নের রুস্তমপুর গ্রামের নিলু মিয়ার ছেলে। গত ৭ জুলাই সন্ধ্যার পর থেকে ব্যাটারি চালিত ইজিবাইকসহ রাব্বী নিখোঁজ হয়। পরে পরিবারের পক্ষ থেকে বাজিতপুর থানায় অভিযোগ দেওয়া হয়।

লাশ উদ্ধারের খবর এলাকায় ছড়িয়ে পড়লে উত্তেজিত এলাকাবাসী সন্দেভাজন আসামি সাচ্চুর বাড়ি ভাংচুর করে।   

রাব্বীর স্বজনদের দাবী, গত মঙ্গলবার বিকালে সাচ্চু ও তার সঙ্গীরা ইজিবাইকটি ভাড়া করে রাব্বিকে নিয়ে বাজিতপুর শহরে ঘুরতে যায়। তাদের ধারণা, সন্ধ্যার পর ইজিবাইকটি ছিনতাই করে রাব্বীকে হত্যা করে লাশ গুম করে ফেলে। নিখোঁজের পর থানায় অভিযোগ দিলেও পুলিশ কার্যকর কোন ভূমিকা নেয়নি বলে পরিবারের অভিযোগ।

ঘটনার পর থেকে সাচ্চুসহ তার পুরো পরিবার পলাতক রয়েছে। পুলিশ জানায়, লাশ উদ্ধারের ঘটনায় কাউকে আটক করা যায়নি। 

বিডি প্রতিদিন/ফারজানা 

সর্বশেষ খবর