১৪ জুলাই, ২০২০ ১৬:৪৫

বাংলাদেশে এ পর্যন্ত শনাক্ত বেশির ভাগ কোভিড রোগীই সুস্থ হয়েছেন

অনলাইন ডেস্ক

বাংলাদেশে এ পর্যন্ত শনাক্ত বেশির ভাগ কোভিড রোগীই সুস্থ হয়েছেন

প্রতীকী ছবি

বাংলাদেশের স্বাস্থ্য বিভাগ জানিয়েছে যে দেশটিতে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৩,১৬৩ জন কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছে। আর এই সময়ের মধ্যে করোনাভাইরাস আক্রান্ত হয়ে মারা গেছেন ৩৩ জন।

এ নিয়ে বাংলাদেশে করোনাভাইরাস আক্রান্ত হয়ে মোট ২,৪২৪ জনের মৃত্যু হলো। আর বাংলাদেশে মোট করোনাভাইরাস আক্রান্ত শনাক্ত হলেন ১৯০,০৫৭ জন।

আজ নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক নাসিমা সুলতানা এসব তথ্যা জানান।

তিনি বলেন, এই সময়ে ৪,৯১০ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী সুস্থ হয়েছেন। ফলে করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে এখন পর্যন্ত মোট ১০৩,২২৭ জন সুস্থ হয়েছেন।

শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৫৪ দশমিক ৩১ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে পুরুষ ২৩ জন আর নারী ১০ জন। এ সময়ে পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ২৩ দশমিক ৫১ শতাংশ।

নাসিমা সুলতানা জানান, বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় ১৩,৪৫৩টি নমুনা পরীক্ষা করে নতুন রোগীদের শনাক্ত করা হয়েছে।

এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে ৯৬৬,৪০০টি।
গত চব্বিশ ঘণ্টায় যারা মারা গেছেন তাদের বয়স ভিত্তিক হিসেব:

৩১ থেকে ৪০ বছরের দুই জন

৪১ থেকে ৫০ বছরের চার জন

৫১ থেকে ৬০ বছরের ছয় জন

৬১ থেকে ৭০ বছরের নয় জন

৭১ থেকে ৮০ বছরের এগার জন

এবং

৮১ থেকে ৯০ বছরের একজন।

এ পর্যন্ত বিভাগওয়ারী মৃতের সংখ্যা:

ঢাকা বিভাগে ১২০৮ জন

চট্টগ্রাম বিভাগে ৬২৬ জন

রাজশাহী বিভাগে ১২৫ জন

খুলনা বিভাগে ১৩৩ জন

ময়মনসিংহ বিভাগে ৫৬ জন

সিলেট বিভাগে ১১০ জন

রংপুর বিভাগে ৭৭ জন এবং

বরিশালে ৮৯ জন।

সূত্র: বিবিসি বাংলা

বিডি প্রতিদিন/আরাফাত

সর্বশেষ খবর