১৪ জুলাই, ২০২০ ২০:৩৭

লাকসামে আরও ৪ জনের করোনা শনাক্ত

লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি

লাকসামে আরও ৪ জনের করোনা শনাক্ত

কুমিল্লার লাকসামে করোনায় আক্রান্ত হয়ে আরও একজন মৃত্যুবরণ করেছেন। এ নিয়ে উপজেলায় করোনায় মারা  গেছেন ৯ জন। এছাড়া নতুন ৪ জনের করোনা শনাক্ত হওয়ায় আক্রান্তের সংখ্যা বেড়ে ৩১০ জনে দাঁড়িয়েছে। আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছেন ১৬৩ জন। বাকি ১৪৪ জন এখনো চিকিৎসাধীন।

উপজেলা স্বাস্থ্য বিভাগের করোনা র‌্যাপিড রেসপন্স টিম সূত্রে জানা যায়, মঙ্গলবার জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে সর্বমোট ১৭টি নমুনার রিপোর্ট আসে। তাদের মধ্যে ৪ জনের রিপোর্ট পজিটিভ ও বাকি ১৩ জনের নেগেটিভ। উপজেলায় করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩১০ জন। এছাড়া, করোনায় আক্রান্ত হয়ে মারা যান আরও একজন।

লাকসাম উপজেলা স্বাস্থ্যবিভাগ গঠিত করোনা র‌্যাপিড রেসপন্স টিমের সদস্য ডা. মেহেদী হাসান জিতু ও ডা. আলমগীর  হোসেন জানান, উপজেলায় এই পর্যন্ত ১৩৯৪টি নমুনা সংগ্রহ করা হয়েছে। তাদের মধ্যে ১৩৫৭টি রিপোর্ট পাওয়া গেছে। প্রাপ্ত রিপোর্টের মধ্যে ৩১০ জন করোনায় আক্রান্ত হয়েছেন। 

বিডি প্রতিদিন/আল আমীন

 

সর্বশেষ খবর