দিনাজপুরে গত ২৪ ঘন্টায় আরও ৪০ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় আক্রান্ত রোগীর সংখ্যা ১১১৩ জন। এর মধ্যে পুরুষ ৮২১ জন, নারী ২৫২ জন ও শিশু ৪০ জন রয়েছে। তবে করোনায় আক্রান্ত ১১১৩ জনের মধ্যে ৬৬২ জন সুস্থ ও ২২ জনের মৃত্যু হওয়ায় বর্তমানে জেলায় করোনায় আক্রান্ত রোগী রয়েছে ৪২৯ জন।
এসব তথ্য নিশ্চিত করেন দিনাজপুর সিভিল সার্জন ডা. মো. আব্দুল কুদ্দুছ। তিনি জানান, গত ২৪ ঘন্টায় আক্রান্ত রোগীর মধ্যে দিনাজপুর সদরে ১৮ জন, খানসামায় আটজন, বিরামপুরে তিনজন, বিরলে একজন, ফুলবাড়ীতে তিনজন, হাকিমপুরে দুইজন, কাহারোলে একজন, পার্বতীপুরে দুইজন, বোচাগঞ্জে একজন ও চিরিরবন্দরে একজন করোনা শনাক্ত হয়েছে।
বিডি প্রতিদিন/আল আমীন