রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় করোনাভাইরাসে আরও এক আক্রান্ত রোগীর মৃত্যু হয়েছে। তার নাম আবদুল কুদ্দুস শাহ চৌধুরী (৫০)।
শুক্রবার ভোর সাড়ে ৪টার দিকে রামেক হাসপাতালের ৩০ নম্বর ওয়ার্ডে তিনি মারা যান।
নওগাঁর সাপাহার উপজেলায় তার বাড়ি। মৃতের নাতি আবু সাঈদ চৌধুরী অনিক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গত বুধবার তার নানার করোনা পজিটিভ রিপোর্ট পাওয়া গিয়েছিল।
অনিক বলেন, কয়েকদিন আগে তার নানা বাথরুমে পড়ে যান। এরপর তাকে রাজশাহীর বেসরকারি সিডিএম হাসপাতালে ভর্তি করা হয়। শ্বাসকষ্ট থাকায় সেখানে চিকিৎসাধীন অবস্থায় রামেক হাসপাতালে তার করোনার নমুনা পরীক্ষার ব্যবস্থা করা হয়। এতে তার করোনা পজিটিভ রিপোর্ট আসে। এরপর বৃহস্পতিবার বিকালে তাকে রামেক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই তিনি মারা গেলেন।
রামেক হাসপাতালের উপপরিচালক ডা. সাইফুল ফেরদৌস জানান, করোনা পজিটিভ থাকায় আবদুল কুদ্দুস শাহ চৌধুরীর মৃত্যুর বিষয়টি কোয়ান্টাম ফাউন্ডেশনকে জানানো হয়। পরে তাদের স্বেচ্ছাসেবকরা স্বাস্থ্যবিধি মেনে মরদেহ দাফনের জন্য নিয়ে গেছেন। সাপাহারে পারিবারিক কবরস্থানে দরদেহ দাফন করা হচ্ছে।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন