বগুড়ার শেরপুর উপজেলায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এক মুক্তিযোদ্ধা মারা গেছেন। তার নাম মো. আনোয়ারুল ইসলাম (৬৭)। তিনি পৌরশহরের উলীপুর এলাকার বাসিন্দা। শুক্রবার ভোররাতে নিজ বাড়িতেই মারা যান তিনি। একইদিন বেলা ১১টার দিকে স্বাস্থ্যবিধি মেনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. লিয়াকত আলী সেখের উপস্থিতিতে তাকে রাষ্ট্রীয় সম্মাননা দেয়া হয়। পরে উলীপুর সরকারি কবরস্থানে দাফন করা হয় এই মুক্তিযোদ্ধাকে। এ নিয়ে এই উপজেলায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে তিনজনের মৃত্যু হলো।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. লিয়াকত আলী সেখ বলেন, করোনাভাইরাসে আক্রান্ত ওই মুক্তিযোদ্ধার মৃত্যুর বিষয়টি জানতে পেরে কোয়ান্টাম ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবকদের খবর দেই। তাদের সহযোহিতায় নিহতের লাশ জীবাণুমুক্ত করে যথাযথভাবে স্বাস্থ্যবিধি মেনে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন করা হয়। তিনি নিজে উপস্থিত থেকে দাফন সম্পন্ন করেন বলে জানান এই উপজেলা নির্বাহী কর্মকর্তা। এদিকে এই উপজেলায় আজ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন মোট ১৯২ জন। এরমধ্যে করোনা জয় করে সুস্থ হয়েছেন ৭০ জন।
বিডি প্রতিদিন/আল আমীন