গত ২৪ ঘন্টায় দিনাজপুর সদরেই ৩৫ জন করোনায় আক্রান্ত হয়েছে। এ নিয়ে গত ২৪ ঘন্টায় জেলায় ১৬৬ জনের নমুনার ফলাফলে আরও ৪২ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় আক্রান্ত রোগীর সংখ্যা এখণ ১২২০ জন।
এর মধ্যে পুরুষ ৮৯৬ জন, নারী ২৭৯ জন ও শিশু ৪৫ জন রয়েছে। তবে গত ২৪ ঘন্টায় সুস্থ ২৬ জনসহ জেলায় সুস্থ হলেন ৭২৭ জন।
এইসব নিশ্চিত করে দিনাজপুর সিভিল সার্জন ডা. মো. আব্দুল কুদ্দুছ জানান, গত ২৪ ঘন্টায় আক্রান্ত রোগীর মধ্যে দিনাজপুর সদরে ৩৫জন, চিরিরবন্দরে দুইজন, বীরগঞ্জে একজন, নবাবগঞ্জে একজন, ফুলবাড়ীতে একজন, পার্বতীপুরে একজন ও কাহারোল উপজেলায় একজন করোনা শনাক্ত হয়েছে।
বিডি প্রতিদিন/আল আমীন